বৈশ্বিক উষ্ণায়ন বন্ধের বার্তা নিয়ে ৬৪ জেলা ঘুরলো ৩ সাইক্লিস্ট

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-12-18 21:04:40

‘স্টপ গ্লোবাল ওয়ার্মিং’ প্রতিপাদ্যে সাইকেল চালিয়ে ৬৪ জেলা ভ্রমণ করেছে ৩ সাইক্লিস্ট। যাত্রাপথে তারা জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করেন এবং প্রতিটি জেলার বিভিন্ন জায়গায় একটি করে গাছের চারা রোপণ করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তারা সাইকেলে সর্বশেষ জেলা হিসেবে কক্সবাজার সার্কিট হাউজে এসে ভ্রমণ শেষ করেন। এর আগে ১৫ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে বাইসাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করার পর বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা হয়ে গত ১৫ ডিসেম্বর রাতে চট্টগ্রামে এসে পৌঁছায়। এরপর সর্বশেষ কক্সবাজারে এসে শেষ হয় তাদের যাত্রা।

এ যাত্রায় ছিলেন কক্সবাজার জেলা থেকে ৬৪ জেলা বাইসাইকেলে ভ্রমণ করা প্রথম এবং টেকনাফ এর সন্তান মোহাম্মদ রিদুয়ান। চট্টগ্রামের ২ তরুণ মোহাম্মদ জহির ইসলাম এবং সাইদুর রহমান সাকিব। এর মধ্যে সাইদুর রহমান শাকিব ৩য় বারের মতো ৬৪ জেলায় বাইসাইকেলে ভ্রমণ শেষ করেন এবং একই বছরে (জানুয়ারি-ডিসেম্বর) এর মধ্যে ২ বার ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেন।

সফলভাবে শেষ করা তাদের এই যাত্রাটি তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের উৎসর্গ করেন।

ভবিষ্যতে যাতে এরকম সচেতনতামুলক বার্তা নিয়ে ভ্রমণ করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সমাজের মান্যগণ ব্যক্তিদের তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সাইদুর রহমান শাকিব, মোহাম্মদ জহির ইসলাম, মোহাম্মদ রিদুয়ান।

Related News