চুয়াডাঙ্গায় আটক ৩ মাদক কারবারির জেল-জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-12-18 22:46:48

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় ভারতীয় নিষিদ্ধ বুফ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার মৃত অভি শেখের ছেলে রফিক শেখ (৬০), তালতলা পশুহাট পাড়ার জহুরুল ইসলামের ছেলে সায়েদ হোসেন (৩৫) ও পৌর এলাকার হকপাড়ার মৃত খোকনের ছেলে অপু (৩৫)।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজুমুল হোসেন খান ও উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এসময় মালোপাড়া থেকে ২ অ্যাম্পুল ভারতীয় বুফ্রেনরফাইন ইনজেকশনসহ রফিক শেখ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক রফিক শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তালতলা পশুহাট এলাকায় অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ সায়েদ হোসেনকে এবং ১ শ গ্রাম গাঁজাসহ অপুকে আটক করা হয়। আটক সায়েদ হোসেন ও অপুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড একই সাথে উভয়কেই ১ শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম আশিস মোমতাজ। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related News