৪৮ দিনে ১৯৯ অভিযান, জরিমানা আদায় ২৬ লাখ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-20 12:25:17

দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর ৩ নভেম্বর থেকে আজ পর্যন্ত মোট ৪৮ দিনে পলিথিনবিরোধী ১৯৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে অভিযান শেষে এসব জানান তিনি।

তপন কুমার বিশ্বাস বলেন, গত ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৯৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪১৪টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়সহ আনুমানিক ৫০ হাজার ৫৫৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

এছাড়াও ৪টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর কর্তৃক দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পরিবেশ ও বায়ুদূষণের বিরুদ্ধে সব ধরনের অভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পরিবেশ ও বায়ুদূষণ রোধে আগামী সপ্তাহ থেকে সব ধরনের অভিযান পরিচালনা করা হবে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আমাদের মন্ত্রণালয়ের একটা মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পরিবেশ দূষণ রোধে পর্যাপ্ত পরিমাণ মনিটরিং টিম মাঠে কাজ শুরু করবে।

Related News