পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে বাড়ির সীমানায় বেড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত মো. সাইফুল ইসলাম (৩০), মো. আলামিন (১৮) এবং মো. এমদাদুল হক (৪২) কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, আহত হাফেজ মো. শাহজাহান (৫৫), মোসা. নাসিমা বেগম (৪৫) এবং মাইনুদ্দিন (২০) কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়া ও এমদাদুল হকের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এমদাদুল তার বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
আহত শাহজাহান বলেন, "আজ সকালে এমদাদুল তার স্ত্রী জুই ও শালা আলামিনকে নিয়ে আমার বাড়ির সীমানায় বেড়া দিতে আসে। বাধা দিতে গেলে সাইফুলকে লাঠি দিয়ে পেটানো হয়। তার মাথায় আঘাত করে রক্তাক্ত করে। আমাকে এবং আমার স্ত্রী নাসিমাকেও মারধর করা হয়।"
অন্যদিকে, আহত আলামিন জানান, "আমরা আমাদের সীমানায় বেড়া দিচ্ছিলাম। সাইফুল ও তার বাবা হঠাৎ হামলা চালায়। এতে আমি ও দুলাভাই এমদাদুল আহত হই। তবে হাসপাতালে কোনো মারামারির ঘটনা ঘটেনি।"
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"