বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2024-12-22 01:14:39

যশোরের বেনাপোল স্থলবন্দর ভারতগামী পাসপোর্টধারীদের জিম্মি করে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে যাত্রীর কাছ থেকে এ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার (২৮), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) ও ইউনুস আলীর ছেলে আব্দুল কাদের।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) রাসেল আলী জানান, মনোজ কুমার (৭০) নামে হৃদরোগের চিকিৎসার জন্য এক পাসপোর্ট যাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় তার মেয়ে অবন্তি করকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যংকের এটিএম বুথের পাশে নিয়ে জিম্মি করে তাদের কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে মনোজ কুমারের মেয়ে অবন্তি কর (২৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে আটককৃত তিনজনসহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। আটক তিন আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে জানান ওসি।

এদিকে স্থানীয়রা জানান, বেনাপোল সীমান্তের পেশাদার ছিনতাইকারিরা হলেন, মেহেদি,হৃদয়,সাজ্জাদ,
কালু, শিমুলসহ ১০ থেকে ১২ জন। এরা দীর্ঘদিন ধরে পাসপোর্টধারীদের জিম্মী করে অর্থ ছিনিয়ে নিয়ে আসছে। এদের প্রত্যেকের নামে একাধিক প্রতারণা ও ছিনতাইয়ের মামলা রয়েছে। পুলিশের দূর্বল চার্জশিটের কারনে এরা ধরা পড়লেও এক সপ্তাহের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে বার বার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে। এদের কারণে পাসপোর্টধারীদের নিরাপদ যাত্রা ঝুঁকির কারণ হয়ে দাড়িয়েছে।

Related News