চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সকল তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধে জেলা প্রশাসকের মধ্যস্থতায় বাস মালিক ও ইজিবাইক মালিক সমিতি পূর্বের নিয়ম মানতে সম্মত হয়েছে। এতে বাস মালিক ঐক্য পরিষদ গণপরিহন বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে। চুয়াডাঙ্গার তিন প্রবেশমুখে আপাতত পুলিশি চেকপোস্ট বসছে।
জানা গেছে, জেলা প্রশাসকের আহ্বানে জেলা বাস মালিক ঐক্য পরিষদ ও ইজিবাইক শ্রমিক মালিক সংগঠনের প্রতিনিধিরা এক মতবিনিময় সভা করেন। রোববার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপারের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় বাস মালিক-শ্রমিক নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সকল অবৈধ যানবাহন চলাচল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এ অবস্থা পরিবর্তনের দাবিতে গত শনিবার (২১ ডিসেম্বর) বাস মালিক-শ্রমিক নেতারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন দাবি আদায় না হলে সোমবার (২৩ ডিসেম্বর) থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হবে। এ অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের আহ্বানে আলোচনায় বসে নেতৃবৃন্দ। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় জেলার চারটি উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর এলাকায় ভিন্ন ভিন্ন পাঁচটি রঙে ইজিবাইক চালাতে হবে। এক উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর এলাকার ইজিবাইক অন্য উপজেলা বা পৌর এলাকায় চলাচল করতে পারবে না।
এসব নিশ্চিত করতে চুয়াডাঙ্গার শহরতলী দৌলতদিয়াড় বঙ্গজ লিমিটেডের সামনে, দামুড়হুদা সড়কের ফকিরপাড়া এলাকা ও আলমডাঙ্গা সড়কের ছাগল ফার্ম এলাকায় তদারকি করা হবে। এ কাজে জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। ট্রাফিক পুলিশ প্রয়োজনে স্কাউটকে সাথে নিয়ে তদারকি নিশ্চিত করবে। বাস-মালিক শ্রমিক প্রতিনিধি এ তদারকিতে অংশ নেবে না। এছাড়া যত দ্রুত সম্ভব শহরের গুরুত্বপূর্ণ এলাকা থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে পৌর বাস টার্মিনাল ও দৌলতদিয়াড়ে সংযুক্ত করা হবে। অচিরেই এসব বিষয় নিশ্চিত করার জন্য সবপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। পূর্বের নিয়ম মেনে উপজেলার গাড়ি উপজেলায় এবং নির্ধারিত রঙ ব্যবহার, তাছাড়া বিশেষ যে ক্ষেত্রগুলোতে এই নিয়মের শিথিলতা ছিল, সেগুলো মানতে হবে। প্রাথমিকভাবে সাত দিনের মধ্যে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। উভয় পক্ষ সম্মত হয়েছে।’
উল্লেখ্য, এর আগে শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় সংগঠনটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকসহ সকল তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের সকল গণপরিবহন বন্ধের ঘোষণা দেয় চুয়াডাঙ্গা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একইসঙ্গে ২৬ ডিসেম্বর থেকে দূরপাল্লার সকল গণপরিবহনও বন্ধ করে দেওয়া হবে বলে আল্টিমেটাম দেয়া হয়।