গৌরীপুরে শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2024-12-23 02:54:34


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোবারক হোসেন অভির (১৯) ওপর হামলার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমানকে (২০) গ্রেফতার করেছে  যৌথবাহিনী।  

রোববার (২২ ডিসেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় নিজ বাসা থেকে নোমানকে গ্রেফতার করে যৌথবাহিনী। নোমান গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকার শিব্বির আহমেদের ছেলে।

যৌথবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন অভির বাড়ি গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের নন্দুরা গ্রামে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় নোমানের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায় অভি। এসময় নোমান চাইনিজ কুড়–াল দিয়ে অভির পায়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসা  দেয়।
 
এদিকে হামলার ঘটনায় শনিবার রাতে  মোবারক হোসেন অভি ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ নোমানকে অভিযুক্ত করে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পরে রোববার রাতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জায়েদিদ হাসান আবির ও ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে  যৌথবাহিনী কালীপুর মধ্যম তরফ এলাকায়  নোমানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মোবারক হোসেন অভি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার জেরে নোমান আমাকে হুমকি দিয়েছিল। ৫ আগস্টের পর  নোমানের সাথে দেখা হলে স্বাভাবিক কুশল বিনিময় হয় আমাদের। আমি ভেবেছিলাম ও হয়তো সব ভুলে গেছে। কিন্ত গত শুক্রবার রাতে  কালীপুর মধ্যমতরফ এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে  নোমান আমাকে কুড়াল দিয়ে বাম পায়ে কোপ দেয়। ওর সাথে থাকা আরেক সহযোগী বাঁশ দিয়ে পিঠে আঘাত করে।

রোববার রাতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, হামলার ঘটনায় অভি থানায় অভিযোগ করেছিল। পরে যৌথবাহিনী  নোমানকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Related News