মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-12-23 20:04:35

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ( ২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। একই ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছে।

সোমবার(২৩ ডিসেম্বর) বিকালে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধা বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার কান্দিপাড়া এলাকার শামীম শেখ এর ছেলে ও ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গফরগাঁও-বরমী সড়কের ধামাইল-উথুরী বড় মৃধা বাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম আহম্মেদ ও অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related News