রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা শপিং মল এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ। হঠাৎ এমন ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপে করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম।
তিনি বলেন, বসুন্ধরা শপিং মলের সামনে ফুটপাতে একটা ঝামেলা হয়েছে। আমাদের ওসি স্যারও ঘটনাস্থলে আছে। এখন বিস্তারিত বলতে পারবো না।
এদিকে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে একজন ব্যক্তি ব্যবসায়ীদের বলেন কেউ চাঁদা চাইলে তাকে জানাতে। এর একদিন পর এসে সেই ব্যক্তি নিজেই চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় আজ গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। পেট্রোল বোমায় কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া আরও কিছু দোকানের মালামাল লুট করা হয়।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘটনার পরে বিদেশি একটা নাম্বার থেকে নিজেকে দাদা পরিচয় দিয়ে চাঁদা দাবি করেছেন। চাঁদা না পেলে আবারও হামলা চালানোর হুমকি দেওয়া হয়।