নরসিংদী শহরের শাপলাচত্বর, গাবতলী, বীরপুর এলাকার এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃতস্পতিবার (২৬ ডিসেম্বর) নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, শহরের বিভিন্ন বাড়িতে থাকা অবৈধ গ্যাস সংযোগ থেকে প্রতিমাসে তিতাস গ্যাসের অফিসের নাম ভাঙ্গিয়ে রানা ওরফে মোটা রানা, তুষার, হালিম, নুরু ও নুরুল হক নামে একটি প্রতারক চক্র টাকা উত্তোলন করতো। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, কোনো ভাবেই অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া যাবে না, অবৈধ ভাবে গ্যাস সংযোগ চালানো হচ্ছে এমন সংবাদ আমরা পাওয়ার পর, অভিযান পরিচালনা করে অবৈধ লাইন গুলো বিচ্ছিন্ন করেছি। সামনে এমন অবৈধ গ্যাস সংযোগের সংবাদ পেলে তা বিচ্ছিন্ন করবো, সেই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।