বাগেরহাটের কচুয়া উপজেলায় মুক্তা শেখ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পটুয়াখালীর লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা থেকে দুমকি থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, কুয়াকাটা থেকে প্রাইভেটকারে ফেরার পথে মদ্যপ অবস্থায় টহল পুলিশের নজরে আসেন মেহেদী হাসান। তার বিরুদ্ধে ২০১৫ সালের যুবদলকর্মী মুক্তা শেখ হত্যা এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মেহেদী। কুয়াকাটায় পরিবারের সঙ্গে ভ্রমণকালে ফেসবুকে লাইভে আসেন তিনি। এ লাইভ দেখে স্থানীয় বিএনপি নেতারা ও পুলিশ সক্রিয় হয়ে ওঠে। কুয়াকাটায় ধাওয়া খেয়ে তিনি দ্রুত বরিশালের দিকে পালানোর চেষ্টা করলেও পায়রা সেতুর টোলপ্লাজায় আটক হন।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, বাগেরহাট জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এবং কচুয়া থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে।