মোজাম্বিকে দূতাবাস করাসহ চার দাবি বাংলাদেশ কমিউনিটির

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-27 13:27:11

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে বাংলাদেশীদের জন্য জরুরিভাবে একটি দূতাবাসের ব্যবস্থা গ্রহণসহ চারটি দাবি জানিয়েছেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, আমরা প্রায় দশ হাজারের মতো বাংলাদেশী পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রায় ৩৩ বছর যাবৎ বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসতেছি। তিলে তিলে গড়ে তোলা আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখে মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফল কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের রেশারেশির কারণে আমদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাঠ গোডাউন ভাংচুর ও লুটপাটের মাধ্যমে নব্বই শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যায়। বর্তমানে আমাদের বাংলাদেশীদের ঘরবাড়িও নিরাপদ নয়।

এমতাবস্থায় বাংলাদেশ সরকারের নিকট আমাদের দাবি গুলো হলো-

১. জরুরীভাবে আর্ন্তজাতিক সংস্থার মাধ্যমে আমাদের বর্তমানে যা আছে তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

২. মোজাম্বিকে জরুরীভাবে বাংলাদেশীদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করা হোক।

৩. লুটপাটের কারণে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদেরকে বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বীক সরকার হইতে নিরাপত্তা ও পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।

৪. যে সব বাংলাদেশী স্থায়ীভাবে নিজস্ব ঘরবাড়ি, দোকানপাট, গোডাউন আছে তাদের নিরাপত্তার জন্য মোজাম্বিক সরকারে সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তা বিহীত ব্যবস্থা করার আবেদন রইলো।

সংবাদ সম্মেলনে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহ-সভাপতি মাওলানা সামছুল হকসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News