ফের ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটি যুবক নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিলেট | 2024-12-28 10:27:29

মাত্র এক দিনের ব্যবধানে আবারও ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে প্রবেশকারী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি দমদমিয়া সীমান্তের ওপারে সবুজ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে। 

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের জৈন্তাপুরের এক কিশোর নিহত হয়েছিল।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬১ থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে সবুজ মিয়াসহ আরও কয়েকজন খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। এসময় খাসিয়ার সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক ছররা গুলি করে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হয় ও তার দেহ ভারতের অভ্যন্তরে রয়ে যায়।

বিজিবি আরও জানায়, গোয়েন্দা সূত্রে ঘটনার খবর পেয়ে বিজিবি টহলদল দ্রুত পিলারের নিকট গমন করে। কিছু সময় পর সবুজের পরিবারের সদস‍্যরা জানায় তাকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে দূরবর্তী জঙ্গল এলাকা দিয়ে তার সহযোগীরা সবুজকে বাংলাদেশে নিয়ে এসেছে ও তার পরিবারও মরদেহ পাওয়ার বিষয়টি বিজিবিকে জানায়। একইসাথে তারা বিষয়টি পুলিশকেও অবগত করে।

এদিকে, এ ঘটনায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সাথে আলোচনা করে জোরালো প্রতিবাদ জানান ও অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন্য বলেন।

Related News