ধলেশ্বরী টোলপ্লাজায় বাস চাপায় ৬ জনের মৃত্যুর ঘটনায় বাস চালক মো. নুরুদ্দীন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাস মালিক ডাব্লিউ বেপারীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আব্দুর রহমান আসামি নুরুদ্দিনকে ঢাকার চিফ জিডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপর আসামি ডাব্লিউ বেপারীকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত আসামি নুরুদ্দিনের জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে বাস মালিক ডাব্লিউ বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়। গত শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে ডাব্লিউকে গ্রেফতার করা হয়।
গত ২৭ ডিসেম্বর মামলার বাদী নুরুল আমিনের বোনের পরিবার প্রাইভেটকারে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য বেলা সোয়া ১১ টার দিকে অপেক্ষায় ছিল। অভিযোগ করা হয়, এসময় বেপারী পরিবহন বেপরোয়া বাস টোল দেওয়ার সময় প্রাইভেটকারকে পিছন দিক হতে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহত হন।
এ ঘটনায় গত ২৮ ডিসেম্বর নিহত আমেনা আক্তারের ভাই মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।