'নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকার বিরোধী চক্র সক্রিয়'

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-29 20:38:05

ঢাকা ওয়াসাকে অস্থিতিশীল করে নগরবাসীকে পানিতে কষ্ট দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সরকার বিরোধী একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের শ্রমিক নেতারা।

বক্তারা বলেন, সরকার বিরোধী চক্রটি ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দ্ধন্ধ সৃষ্টি এবং বিভিন্ন নাম স্বর্বস্ব গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ডে জড়িতরা বিগত সময়ে দুর্নীতির দায়ে চাকুরিচ্যুতও হয়েছেন। যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় কর্মচারীদের বদলি, পদোন্নতি এবং চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্তদের স্থায়ী করানোর আশ্বাসে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা ওয়াসা ভবনে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যালয়ে ‌'চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ' শীর্ষক সভায় শ্রমিক নেতারা এসব কথা বলেন।

এসময় সভায় ঢাকা ওয়াসার বিভিন্ন রাজস্ব জোনের জাতীয়তাবাদী নেতারা চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তারা বলেন, যারা ওয়াসার ভালো চায় না। তাঁরা ওয়াসার কর্মী থেকে শুরু করে বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধেও অপ্রচার চালাচ্ছে। তারা চায় ওয়াসাকে পঙ্গু করে দিতে। যাতে করে নগরবাসি পানিতে কষ্ট পায়। এই সুযোগে যাতে তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াতে পারে।

বক্তরা বলেন, আনোয়ার হোসেন খান লাবু এবং আনিসুজ্জামান খান শাহীন নামে দুই সাবেক তথাকতিথ ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন নেতার ছত্রছায়ায় এসব হচ্ছে। অথচ শাহীন দুর্নীতির দায়ে চাকরি হারানো একজন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁদের অত্যাচার আর দূর্নীতির কথা ওয়াসার সবার মুখে মুখে। এরপরও তাঁরা ক্ষান্ত হচ্ছে না। ভারতে তাদের পালিয়ে যাওয়া নেত্রীর কথা মতো দেশকে অস্থিতিশীল করতে ব্যস্ত রয়েছে। তাদের থামাতে হবে। নয়তো ষড়যন্ত্র চলতেই থাকবে। প্রয়োজনে আইনীভাবে তাদের মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, ‘আমরা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছি। এখানে বদলি, পদোন্নতিসহ বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হতো। ওয়াসার সব জায়গায় তাকসিমের সহযোগীরা এখনো রয়ে গেছে। আমরা বলতে চাই শ্রমিকদের পদোন্নতি, বদলি, পদায়ন এবং আওয়ামী লীগের দালালরা যেখানে বসে আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এখন আমরা যখন আমাদের ভাইদের জন্য কাজ শুরু করেছি তখন সেই পুরনো চক্র আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে। তারা চায় ঢাকা ওয়াসা ফেইল করুক। আর ওয়াসা ফেইল করলে রাজধানীর পানি ব্যবস্থাপনা ভেঙ্গে পড়বে। এমনটা করতে পারলে তারা ৫ আগস্টের অর্জনকে শেষ করে দিতে পারবে।'

তিনি বলেন, 'আমি স্পষ্ট করে বলতে চাই। বর্তমান ঢাকা ওয়াসা প্রশাসনের সঙ্গে সকল কর্মীরা রয়েছে। যতই অপপ্রচার চালানো হোন না কেন আমরা থেমে থাকবো না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা মহাদয়ের এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করতে চাই। আমি বলতে চাই- যারা এসব করছে তাদের আর সুযোগ দেয়া যাবে না। এতে শুধু ওয়াসা ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের সকল অর্জন।'

স্বাগত বক্তব্যে ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বলেন, ‘তাকসিমের সময় শ্রমিকরা দুজন মিলে কথা বলার সাহস করতে পারেনি। শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন না করলেও মানসিক নির্যাতন করেছে। উত্তরা যার বাসা থাকে নারায়নগঞ্জ আর নারায়নগঞ্জের শ্রমিকদের উত্তরা বদলি করা হতো। অনেক ভাইয়ের সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কত শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন আমরা যখন এদের পাশে দাঁড়িয়েছি। যখন কাজ করছি। তখন আওমী লীগের প্রেত্মাতাদের আর সহ্য হচ্ছে না। তারা আমাদের বিরুদ্ধে অপ্রচার চালানো শুরু করেছে। সবার জন্য কাজ করে যদি রাতে ঘুমাতে না পারি মিথ্যা আর ভুয়া প্রচারণার কারণে এমন উপকার করে কি হবে।'

তিনি বলেন, কষ্টের সাথে বলতে হয় বিগত ৫ আগস্টের পর অন্যায়ভাবে বদলি করা ১১৪ জনকে তাদের স্ব স্ব জায়গায় ফেরাতে পেরেছি। অনেক ভাইদের চাকরিচ্যূত করা হয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র বিএনপি করার কারণে পদোন্নতি দেওয়া হয়নি এমন ৫১ জনের পদোন্নতি নিশ্চিত করেছি। আমরা যখন এসব কাজ করছি তখন ঢাকা ওয়াসায় তাকসিমের ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তা পেছনে লেগেছে। টাকা দিয়ে মিথ্যা সংবাদ করাচ্ছে। কুৎসা রটাচ্ছে।’

Related News