দীঘিনালায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2024-12-29 22:16:06

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ দণ্ড দেন।

জানা যায়, অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ার বিষ্ণু চক্রবর্তীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাহাড়ের মাটি কেটে অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অর্থদণ্ড করা হয়েছে।

এ ধরণের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের আইনী ব্যবস্থা চলমান থাকবে জানানো হয়।

এ দিকে, শুষ্ক মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পাহাড় কাটার উৎসব শুরু হয়েছে। রাতের অন্ধকারে ও দুর্গম এলাকায় পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছে স্বার্থান্বেষী মহল। যার অধিকাংশ মাটি নেয়া হচ্ছে অবৈধ ভাবে পরিচালিত ইট ভাটায়।

Related News