৩১ দফা বাস্তবায়নে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমীর খসরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-29 22:18:07

জাতীয় সরকার করে বিএনপি ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা সেখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে নতুন করে কারো এত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন ড. শেখ আহমাদ-আল-নাহিদ ও প্রক্টর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং চারজন নবাগত শিক্ষার্থী বক্তব্য দেন।

Related News