হাসপাতাল পরিচালকের পদত্যাগ দাবিতে গণঅভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-02 21:18:35

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা।

দুর্ব্যবহারের অভিযোগে তুলে তারা জানায়, পরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিক্ষুব্ধরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় সেখানে চিকিৎসাধীন আহতদের সাথে খারাপ আচরণ করেছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন। হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পরে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে হাসপাতালের ভেতরে চলে আসে এবং সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করে। এক পর্যায়ে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা।

Related News