পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান মাসুদ ইকবাল

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলাপাড়া (পটুয়াখালী) | 2025-01-05 18:57:07

পায়রা বন্দরের কার্যক্রম গতিশীল করতে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল।

রোববার (৫ জানুয়ারি) পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। গত ১ জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল স্যার নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন।

পায়রা সমুদ্র বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, পায়রা বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়েছেন। তিনি সহকারী নৌ বাহিনী প্রধান হিসেবে নৌ সদর দপ্তরে কাজ করবেন। আর বাংলাদেশ নৌবাহিনী থেকে রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Related News