লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৯ জনকে অর্থ সহায়তা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2025-01-06 12:34:38

লক্ষ্মীপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর পৌর এলাকার ২৩৯ জন ক্ষতিগ্রস্তের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

বেসরকারি আর্থ-সামাজিক সংস্থা 'কারিতাস' এর উদ্যোগে বাংলাদেশের রাঙ্গামাটি, কুমিল্লা এবং লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রকল্প'র আওতায় প্রথম ধাপে লক্ষ্মীপুরের ক্ষতিগ্রস্তরা এ সহায়তা পান।

এ উপলক্ষ্যে সোমবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ। কারিতাসের প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, কারিতাস এর চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আজাদ হোসেন,মাঠ সমন্বয়কারী বিপ্লব নকরেক প্রমুখ।

মাহাবুবুল আলম এর সঞ্চালনায় এতে নির্ধারিত সুবিধাভোগী সহ কারিতাস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

কারিতাস সূত্র জানায়, দেশের তিন জেলায় সাম্প্রতিক কালের বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থদের চিহ্নিত করে তাদেরকে আর্থিক সহায়তা দিতে সংস্থাটি একটি প্রকল্প গ্রহণ করে। এর অংশ হিসেবে এদিন লক্ষ্মীপুর পৌর এলাকার ২৩৯ জনকে ১৪ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা দেয়া হয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপকারভোগীদের কাছে এই সহায়তা পৌঁছে দেয়া হয়। একই প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের চর পোড়াগাছা, চর বাদাম এর ৫৪১ জন ক্ষতিগ্রস্তকেও মানবিক সহায়তা দিয়েছে সংস্থাটি।

Related News