রংপুরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2025-01-06 17:38:43

রংপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরনি ইউনিয়নের জানকি ধাপেরহাট মাদরাসা পাড়া এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান পুলিশ।

এ বিষয়ে সদর থানার ওসি অলিভ মাহমুদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 

Related News