সাবেক ওসি নেজামকে হেনস্তার পর পুলিশে সোপর্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-06 18:00:27

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে হেনস্তার পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই সময় নেজাম উদ্দীন পাসপোর্ট অফিসের সামনে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, কলার ধরে টেনেহিঁচড়ে তার শার্ট ছিঁড়ে ফেলে।

নেজাম উদ্দীনের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের অভিযোগ রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় থানার সামনে বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে স্লোগান দেন। নেজামের নির্যাতনের শিকার বেশ কয়েকজনও সেখানে ভিড় করেন।

Related News