ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ পরিবাকে ১১ হাজার কেজি চাল বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী | 2025-01-11 15:59:13

'আহার হবে সবার ঘরে' এ স্লোগানকে সামনে রেখে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ও সুবিধাবঞ্চিত ১১'শ পরিবারের মাঝে ১১হাজার কেজি চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'মাস্তুল ফাউন্ডেশন'।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় বিনা মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনজুরুল আহসান।

সংগঠনটির সূত্রে জানা গেছে, ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশাপাশি জেলার অসহায় ও দরিদ্র এগারোশ পরিবারকে চাল উপহার দেয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার মানুষরা অংশ নিয়েছেন

মাস্তুলের পোগ্রাম কোঅর্ডিনেটর কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, ইয়ুথ মাস্তুল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী, মাস্তুলের কেন্দ্রীয় সংগঠক ওসমান গনি রাসেল প্রমূখ।

মাস্তুলের আয়োজনে এ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন প্রাণ আরএফএল গ্রুপ। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সহায়তা করেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যরা।

Related News