ছিনতাই, ডাকাতিসহ চার মামলার ২ আসামি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-11 17:48:45

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছিনতাই, ডাকাতিসহ চার মামলার দুই আসামি সিয়াম (২৩) ও মো. রনি (১৯)’কে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত ভোরে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মতিঝিল থানার একটি দল সিয়াম ও রনিকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মতিঝিল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে মতিঝিলসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা ও অপর গ্রেফতারকৃত মো. রনির নামে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related News