শতাধিক পণ্যের শুল্ক-কর বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: গণফোরাম

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-12 19:58:25

শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে ভ্যাট কর বাড়ানোর তীব্র বিরোধীতা করেছেন গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

রোববার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতে এমন মন্তব্য করেছেন।

বিবৃতিতে বলেছেন, মূল্যস্ফীতি জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে তখন হুট করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত জীবনযাত্রার মান দুর্বিষহ করে দিবে। বিশেষভাবে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও দিশেহারা হয়ে যাবে। জনগণের সরকার থেকে আমরা এই অমানবিক আচার-আচরণ প্রত্যাশা করি নাই।

সকল গণবিরোধী সিদ্ধান্ত যা জনগণের দুর্ভোগ বাড়াবে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণফোরাম প্রত্যাশা করে বিশ্বনন্দিত ড. মোহাম্মদ ইউনুস সরকার জনগণের জীবনযাত্রার মান সহজ করবে সুখী সমৃদ্ধশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Related News