চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, অপচনশীল বর্জ্য সঠিক স্থানে ফেলতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মতো দুর্ভোগ পোহাতে হবে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে কাজির দেউরী বাজারের ব্যবসায়ীদের মাঝে বর্জ্য সংগ্রহের বিন বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মেয়র আরও বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে। প্রতিটি দোকানের সামনে ছোট ডাস্টবিন থাকবে। বিন দেওয়ার পরও ময়লা ফেলে রাখলে সংশ্লিষ্ট দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
তিনি আরও জানান, চট্টগ্রামকে গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটিতে রূপান্তরের লক্ষ্যে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরবাসীকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।