ফরিদপুরে যুবক খুনের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-12 21:42:07

ফরিদপুরের কানাইপুরে ওবায়দুর রহমান খান (৩২) নামের যুবককে কুপিয়ে হত্যা ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) ভোরে এজারভুক্ত আসামি রেজাউল করিমকে গ্রেফতার করেছে।

ওবায়দুর রহমানের মায়ের দায়েরকৃত মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন এবং তার ভাই যুবদল নেতা খায়রুজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখে করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা বলেন, এ হত্যা মামলার এভাজারভুক্ত আসামি রেজাউল করিমকে (৩৫) রবিবার ভোরে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। রেজাউল ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

উল্লেখ্য, শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কানাইপুর পল্লী বিদুৎ অফিসের সামনে মমতাজ ফিলিং স্টেশনে তেল নিতে যান ওবায়দুর। ওই সময় খাজা বাহিনী সেখান থেকে অটোরিক্সা ও মোটর সাইকেলে করে ওবায়দুরকে অজ্ঞাত জায়গায় তুলে নিয়ে নির্মম নির্যাতন চালায়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে মারা যান ওবায়দুর।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। ওবায়দুর কাঠ মিস্ত্রি হলেও তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এই কারণে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওবায়দুরকে হত্যা করে।

Related News