চাঁপাইনবাবগঞ্জে জ্ঞানের আলো ছড়াচ্ছে শান্তি নিবিড় পাঠাগার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2025-01-14 09:42:34

শুধু জ্ঞান আহরণের জন্যই পাঠাগার—এমন ধারণা বদলে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ‘শান্তি নিবিড় পাঠাগার’। পাঠকক্ষ থেকে মানবসেবার অনন্য এক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এ পাঠাগার।

পাঠাগারটি এর কার্যক্রমের মাধ্যমে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। পাঠদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, জটিল রোগে আক্রান্ত অসহায় রোগীর চিকিৎসা ও পুনর্বাসন, দরিদ্র মানুষকে খাদ্য-বস্ত্র বিতরণ ছাড়াও যেকোনো দুর্যোগ-মহামারির সময় আশার আলো হয়ে মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয় এই শান্তি নিবিড় পাঠাগার।

মোঃ নাহিদ উজ্জামান নামের এক তরুণ, এলাকায় একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন দেখেন। প্রিয় গ্রামটি হবে স্বপ্নের মতো, জ্ঞানের আলোয় আলোকিত হবে গ্রামের মানুষ—এমন স্বপ্ন নিয়ে। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শান্তি নিবিড় পাঠাগার।

বর্তমানে এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন পাঠাগারে এসে বই পড়ে ও বিভিন্ন সাময়িকী পড়ে জ্ঞান লাভ করছে। এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিতভাবে বইপড়া উৎসব, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার আয়োজন, এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে শান্তি নিবিড় পাঠাগার।

প্রতিবছর দরিদ্র শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দেওয়া হয় পাঠাগারটির উদ্যোগে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে শান্তি নিবিড় পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি থেকে অনেক দূর দুরান্ত থেকে শিক্ষার্থীরা বই নিয়ে যায়।

উদ্যোক্তা মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি গ্রামের নজরুল ইসলাম এর ছেলে তিনি ২০০৩ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি লেখার পড়ার পাশাপাশি গরিব অসহায় মানুষদের পাশে থাকতে ভালোবাসেন । ছোট থেকে তার স্বপ্ন ছিল গরিব অসহায় পরিবারগুলোর পাশে থাকা। তিনি নিজ অর্থায়নে গড়ে তুলেন শান্তি নিবিড় পাঠাগার সেখান থেকে অসহায় পরিবারগুলোর পাশে থেকে সহযোগিতা করে। সেই পাঠাগারে বিনামূল্যে বই এবং গল্পের বই গাইড নিয়ে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন অনেকেই ।

এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী জানান, ইতোমধ্যেই শান্তি নিবিড় পাঠাগারটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, বই নতুন প্রজন্মকে আলোর পথ দেখায়। আশা করছি শান্তি নিবিড় পাঠাগারটি আলোর মুখ দেখবে।

Related News