সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-14 15:11:25

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

চট্টগ্রামের অর্থঋণ আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছে।

ব্যাংক এশিয়ার দায়ের করা ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপি ঋণের মামলায় এই আদেশ দেওয়া হয়। আদালত আগামী ২০ জানুয়ারির মধ্যে হিসাবটির গত এক বছরের বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপী ঋণ আদায়ে ২০২৩ সালের ১১ নভেম্বর অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ। গতবছরের ২৬ নভেম্বর ব্যাংক এশিয়ার পক্ষ থেকে ক্রোকাবদ্ধের দরখাস্ত দিলে আদালত শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।

ক্রোকাবদ্ধের আবেদনে উল্লেখ করা হয়, আরামিট সিমেন্ট কোম্পানির নামে নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকের নিকট আসামিদের কোনো স্থাবর-অস্থাবর সম্পদ দায়বদ্ধ নেই। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আসামিরা দেশত্যাগ করেছেন বলে শোনা যায়। আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আরামিট সিমেন্ট কোম্পানির নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বহদ্দারহাট শাখায় একটি ব্যাংক হিসাব রয়েছে যার নম্বর-০৭৯১১০১০০০০০০০৩৮। হিসাবটি ক্রোকাবদ্ধ না করা হলে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও ওই মামলায় তার স্ত্রী রুখমিলা জামান, আরামিট সিমেন্ট পিএলসির চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আলমগীর চৌধুরী, পরিচালক ওয়ারাসুজ্জামান চৌধুরী, খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ, মো. শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, সাবেক ভূমিমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। ঋণের বিপরীতে ব্যাংকের কাছে কোনো সম্পদ নেই। আদালত আমাদের ক্রোকাবদ্ধের আবেদন পর্যালোচনা করে আজ শুনানি শেষে আরামিট সিমেন্ট কোম্পানির বহদ্দারহাট শাখার একটি হিসাবের সমস্ত লেনদেন স্থগিতের আদেশ দিয়েছেন।

একইসাথে ব্যাংকটির ওই শাখাকে আগামী ২০ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাবটির গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

Related News

right arrow