মিরসরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে যুবদল কর্মী খুন, গ্রেফতার ৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-14 15:17:53

চট্টগ্রামের মিরসরাইয়ে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতার অনুসারীদের হাতে জাহেদ হোসেন মুন্না (২০) নামে এক যুবদলকর্মী খুন হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), মো. নাজমুস সাকিব মারুফ (২২), মো. শাহ আলম (৪৭) ও মো. আরমান (২৬)।

এর আগে, সোমবার রাত ১১টায় মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে স্টেডিয়ামে বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তার নিয়ে পৌরসভা বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না নিহত হন। গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় নিহতের পরিবার বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় সাত যুবদল কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) ও হৃদয় (২১)।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের অনুসারীদের সঙ্গে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে রাত ১০টার দিকে কামরুলের অনুসারিরা জাহিদ হুসাইনের বাড়ি এবং তার অনুসারিদের ওপর হামলা চালায়। এতে যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না নিহত হয়।

এদিকে, ঘটনার পর থেকে মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলার পরিস্থিতি থমথমে অবস্থায় রুপ নিয়েছে। বন্ধ রয়েছে মেলার ভেতরের সব দোকান-পাট।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রাত ১১টার দিকে মিরসরাই পৌরসভা বিএনপির সদস্যসচিব জাহিদ হোসেন ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবক নিহত হয়েছে। ওই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছে। তার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি।

ওসি আরও জানান, নিহতের ঘটনায় ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানসহ চারজনকে গ্রেফতার করা হয়। আজ (মঙ্গলবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related News