ময়মনসিংহ নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহ) মাজার ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে ৯.৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় এই নির্দেশনা জারির বিষয়টি এলাকায় মাইকিং করে জনসাধারণকে অবহিত করায় হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার থানা ঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত আজ মঙ্গলবার একাধিক পক্ষ হতে একই স্থানে এবং একই সময়ে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে।
উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইনশৃংখলা মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিদ্যামান রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে আমার উপর অর্পিত ক্ষমতাবলে আমি মফিদুল আলম জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ অত্র এলাকায় ১১৪ ধারা জারি করলাাম।
উক্ত এলাকায় এই নির্দশনা জারি থাকাকালীন সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, যেকোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ সংখ্য ব্যক্তি একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।.
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন মাজারের পক্ষে এবং বিপক্ষে একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে । বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ গত ৮ জানুয়ারি রাতে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ'র (রহ.) মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর রাতেই হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ'র (রহ.) মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।