রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভূমি অধিকার সমস্যা সমাধান এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে সকল বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিদেশী বিনিয়োগকারীরা তার সাথে দেখা করলে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঁচটি বিনিয়োগ সংস্থাকে একসাথে করার জন্য পদক্ষেপ নিতে বলেছেন।
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর ভূমি সমস্যাসহ বাংলাদেশে বিনিয়োগের নানাবিধ সমস্যার কথা উল্লেখ করেছেন ইয়ংওন কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। একইসাথে দেশে বৃহৎ আকারের বিনিয়োগের অবস্থার উন্নতি করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধও করেছেন তিনি।
এর প্রেক্ষিতে কোরিয়ান ইপিজেডের জমি সমস্যা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সমাধান হবে বলে আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা চাই কোরিয়ান ইপিজেড বাংলাদেশের সবার জন্য মডেল হোক। আমরা আশা করি এটি বড় বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে।’
এছাড়া চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দ্রুত শিপমেন্টের আবেদন করা হলে ড. ইউনূস জানান, বন্দরের কার্যক্রম দক্ষ করার জন্য কর্তৃপক্ষকে ইতোমধ্যে বলা হয়েছে। বিশেষ দূত লুৎফী সিদ্দিকী চট্টগ্রামকে এ অঞ্চলের শীর্ষ বন্দর হিসেবে গড়ে তোলার জন্য ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।
দেশ থেকে দ্রুত রপ্তানি করার জন্য সরকার চট্টগ্রাম বন্দরে গ্রিন চ্যানেল চালু করার কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া, কোরিয়ায় অন্যতম বৃহৎ টেক্সটাইল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্টানে ড. ইউনূসকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন কিহাক সাং। সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ প্রদান করার আশ্বাসও দিয়েছেন তিনি।