র্যাবের চলমান অভিযানে রংপুর মহানগরের পরশুরাম থানা এলাকা হতে ১০২ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ ফ্লাইট লেঃ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)সাইফুল্লাহ নাঈম।
গতকাল ১৩ জানুয়ারি দেড়টায় রংপুর র্যাব-১৩, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের পরশুরাম থানার ৩নং ওয়ার্ডস্থ পান্ডার দিঘি (নিয়ামত) বুড়ির হাট টু রংপুর সড়কের তমা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় লুকানো কালো রংয়ের কাপড়ের তৈরি কটির মধ্য হতে ১০২ বোতল ফেন্সিডিল জব্দসহ ২ জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন,লালমনিরহাট হাতীবান্ধার উত্তর জাওরানী ৮নং ওয়ার্ডের মৃত আঃ কুদ্দুস আলীর মেয়ে ও আজিজুল ইসলামের স্ত্রী আছিয়া খাতুন (৬২)। একই এলাকার মৃত আঃ কুদ্দুস স্ত্রী, আঃ বারেক এর মেয়ে হামিদা (৫৫)কে গ্রেফতার করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।