ভারত-বাংলাদেশ সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ  | 2025-01-14 18:00:57

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তারা আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। বলা যায় অনেকটাই স্থিতাবস্থায় রয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলাবাহিনী ও কৃষি অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের শাহাবউদ্দিন মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ’র ডিজি পর্যায়ে আলোচনা হবে। যেহেতু আমাদের কিছু অসম চুক্তি করা হয়েছে, সেগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। এর আগে মন্ত্রণালয় থেকে তাদেরকে চিঠিও দেওয়া হবে যেগুলো অসম আছে সেগুলো সমস্যা কি ভাবে সমাধান করা যায়।

সারের কোনো সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আর যদি কেউ সারের কৃত্রিম সংকট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কোনো ডিলার যদি এসবের সঙ্গে জড়িত থাকেন তাহলে আগামী মাস থেকেই তাদের ডিলারশিপ চলে যাবে। তাদের ছাড় দেয়া হবে না। কৃষকরা দেশের প্রাণ, তারা অবশ্যই ন্যায্য মূল্যে সার পাবে।

সংকট কাটিয়ে পুলিশবাহিনী আস্তে আস্তে তাদের কার্যক্রম ত্বরান্বিত করছে বলেও জানান উপদেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোকতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমানসহ অন্যরা।

Related News