অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন নির্বাচনে কারিগারি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। তবে নির্বাচন কোন সময় হবে তা নিয়ে কিছু বলার নেই বলে উল্লেখ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এই মন্তব্য করেছেন তিনি।
গোয়েন লুইস বলেন, বছরের মাঝে না শেষে কোন সময়ে নির্বাচন হবে এটা সরকার ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ, কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে।
ইতোমধ্যে জাতিসংঘের সহায়ক দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বলেও জানান তিনি।
বুধবার (১৫ জানুয়ারি) নির্বাচনী বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করার জন্য চট্টগ্রাম যাবে জাতিসংঘের এই প্রতিনিধি দল। এরপর সেখান থেকে ফিরে প্রতিবেদন জমা দিবেন তারা।