বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2025-01-15 15:06:13

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় রিমু খান (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিমু খান উপজেলার বাঙ্গীলা গ্রামের হেদায়েত খানের ছেলে।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, শিমুল-সিফাত-শাহিক পরিবহনের একটি মালবাহী ট্রাক মহাসড়কের পাশে মাল আনলোড করছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা নম্বরবিহীন একটি মোটরসাইকেল ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় রিমু খান ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়কে এমন বেপরোয়া যান চলাচল রোধে এবং সঠিক গতি নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হতে হবে বলে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Related News