মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা, নিহত ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2025-01-15 16:58:04

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় ট্রাকের সঙ্গে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় চালক ও আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক রিমু খান (২২) গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে ও শাহজাদা তালুকদার (৬২) কটকস্থল গ্রামের বাসিন্দা।

জানা যায়, মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিমু খান ও আরোহী শাহজাদা তালুকদার গুরুতর আহত হন। পরে রিমু খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর শাহজাদা তালুকদার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার সময় শিমুল-সিফাত-শাহিক পরিবহনের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে মাল আনলোড করছিল। এমন সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। ট্রাকটি ইতোমধ্যেই আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বরিশাল গৌরনদী হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসন মহাসড়কে বেপরোয়া যান চলাচল বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

Related News