রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ ও মেধাবীদের বাদ দেওয়ার অভিযোগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-16 12:50:48

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যোগ্যতা ও সব পরীক্ষায় পাস করার পরও বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিবারের সন্তান না হওয়ায় অন্তত ৫০ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে নিয়োগ বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান কমপ্লেক্সে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প অফিসের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করতে এসে চাকরি বঞ্চিতরা এই অভিযোগ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, সব পরীক্ষায় পাস করার পরেও শুধুমাত্র ভেরিফিকেশনের নামে আওয়ামী লীগের নেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয় নি।

মানববন্ধনে চাকরি প্রার্থীরা বলেন, আমরা অন্তত অর্ধশতাধিক ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ক্যামিস্ট ও ল্যাব টেকনিশিয়ান বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু চাকরির সব শর্ত পূরণের পর এনএসআইয়ের মাধ্যমে সেই সময় আমাদের বিষয়ে তদন্ত করানো হয়। তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাদের স্ব স্ব এলাকার আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে খোঁজ নিয়ে আমাদের বিষয়ে প্রতিবেদন দিয়েছে। এতে কোনো রাষ্ট্রদ্রোহী বা অসামাজিক কার্যকালাপের নূন্যতম সম্পৃক্ততা না পেলেও শুধু বিএনপি-জামায়াতপন্থী পরিবারে জন্ম নেওয়ার অপরাধে সম্পূর্ণ নিয়ম অমান্য করে আমাদের নিয়োগ আটকে দেওয়া হয়। তার বিপরীতে নতুন করে বেছে বেছে আওয়ামীপন্থী পরিবারের সন্তান এবং ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা আমরা ৪৪ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান চরমভাবে বৈষম্যের শিকার হয়েছি।

গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা প্রত্যেকে বিষয়টি অবগত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি। কিন্তু বার বার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও গত ৫ মাসে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা নিয়োগ বঞ্চিতরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। একইসঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করছি। শিগগিরই আমাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত না এলে আমরা আরও কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য হবো।

Related News