অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ৬ বাংলাদেশি আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2025-01-17 15:42:59

অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে ২ শিশু, ২ নারী সহ মোট ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৭ জানুয়ারি) লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, যশোর জেলার মৃত গোলাম গাজির স্ত্রী মোছা. রাবিয়া বেগম (৬০), যশোর জেলার ঝিকরগাছা থানার সাহেব আলীর ছেলে মো. জাকির হোসেন (৩২), যশোর জেলার ঝিকরগাছা থানার জাকির হোসেনের ছেলে লিয়ন (১০), জামালপুর জেলার মেলান্দ থানার আমানুর আলীর ছেলে ইসরাফিল শেখ (৩০), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রমেশ অধিকারীর স্ত্রী নিরালা বাগচি (৩০) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রমেশ অধিকারীর ছেলে আউস অধিকারী (০৪)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনে সুলতানপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে পোতাপাড়া নামক জায়গায় দিয়ে অবৈধভাবে পারাপার হবে। বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে বিজিবি ৫টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, নগদ টাকা এবং ভারতীয় রুপিসহ আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ১ বছর পূর্বে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে পারাপার হয়।  আটককৃত ব্যক্তিদের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা স্থায়ী বাসিন্দা বলে জানায়।

পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related News