হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-17 19:54:25

রাজধানীর হাতিরঝিলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ফুয়াদ হাসান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো. রবিন মোল্লা বলেন, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ী এলাকায় ভাড়া থাকেন। গনি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির মেকানিকের কাজ করতেন।

তিনি আরও বলেন, ‘আজ ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলে জানতে পারি হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাতিরঝিল থেকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related News