মাগুরায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা | 2025-01-20 15:09:32

সারা দেশের মতো মাগুরাতেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা নির্বাচন অফিসার এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করবেন পুরুষ ও মহিলা ৩৪৩ সুপারভাইজার ৭০ জন।

নির্বাচন অফিসার মাকসুদুর রহমান তিনি বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য। ভোটার হওয়ার যোগ্য, বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের কেউ যেন তালিকা থেকে বাদ না পড়ে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। তথ্য গোপন করে একাধিক স্থানে ভোটার হওয়ার চেষ্টা করাকে অপরাধ হিসেবে ধরা হবে। কমিশন মনে করে, তথ্যপ্রযুক্তির এই যুগে গোপনে ভোটার হওয়া সম্ভব নয়।

সবশেষ হালনাগাদ অনুযায়ী, মাগুরায় ভোটার সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ৮৭৫। তাদের মধ্যে পুরুষ ভোটার ৪  লাখ ১৫ হাজার ৮৭৫, নারী ভোটার  ৪ লাখ ৫১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

Related News