সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ পিকআপ জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ | 2025-01-20 15:14:06

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অভিযানে সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চিনি, বিড়ি ও জিরাসহ চারটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপি টহল দল সীমান্তের প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতারকোনা নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারটি পিকআপসহ এসব পণ্যসমূহ জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে চারটি পিকআপ ভর্তি ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জব্দকৃত পণ্য ও গাড়িগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

Related News