আসাদের কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী | 2025-01-20 16:05:17

৬৯’এর গণঅভ্যূত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে ধানুয়ায় তার নিজ বাড়িতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি'র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন, সদস্য সচিব মনজুর এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হারিচ রিকাবদার ( কালামিয়া), সরকারি শহীদ আসাদ কলেজ ও শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় খাইরুল কবির খোকন বলেন, স্বৈরাচারকে ত্বরান্বিত করার জন্য যে আসাদ নিজেকে বিলিয়ে দিয়েছে, সেই আসাদের যথাযথ মূল্যায়ন কোন সরকারি দলই করতে পারেনি। তাই বর্তমান সরকারের কাছে এই আসাদকে যথাযথ মূল্যায়ন করার দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, বিগত ১৬ টি বছর এদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সর্বোপরি রাষ্ট্র কাঠামো ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তাই আসাদের সেই নীতি আদর্শ বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

স্থানীয় শিক্ষার্থীদের দাবি, আসাদ সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মে জানার জন্য পাঠ্যপুস্তকে যে পরিমাণ লেখা থাকার কথা সেই পরিমাণে লেখা নাই। তাই আসাদ সম্পর্কে পাঠ্য বইয়ে আরও বিস্তারিত লেখা অন্তর্ভুক্ত করার পাশাপাশি দিবসটি সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান তারা।

দুপুরে সরকারি শহীদ আসাদ কলেজ ও শহিদ আসাদ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের সন্তান আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। তার পিতার মাওলানা আবু তাহের পেশায় ছিলেন একজন শিক্ষক। আসাদ ১৯৪২ সালের ১০ জুন হাতিরদিয়ায় তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালে ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশ থেকে ১১ দফা দাবিতে এবং পুলিশ-ইপিআর বাহিনীর ছাত্র-জনতার ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে ২০ জানুয়ারি পূর্ণ দিবস হরতাল কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। 

Related News