মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রাকালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যশিদের মিছিল আটকে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) শাহবাগ থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরুর পর হাইকোর্ট চত্বরে তাদের পথ রুখে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ নারীদের ৩৭ ও ক্ষেত্র বিশেষ উন্মুক্তের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি করেছিলেন তারা।
অবস্থান কর্মসূচি নিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। পুলিশি বাধায় ব্যরিকেড অতিক্রম না করতে পারায় রাজধানীর শিক্ষাভবনের সামনেই অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, চাকরিতে আবেদনের বয়স সীমা জনপ্রশাসন কমিশনের সুপারিশ অনুযায়ী নারীদের ক্ষেত্রে ৩৭ বছর এবং পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর বাস্তবায়নের দাবিতে আমরা এই শিক্ষার্থী সমাবেশের ডাক দিয়েছেন।