মাদারীপুরে বোমা বিস্ফোরণে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর | 2025-01-20 16:22:25

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় পা উড়ে যাওয়া শাওন মাতুব্বর (২২) মারা গেছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত শাওন মাতুব্বর ব্রাহ্মদি গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মদি গ্রামের হায়াত ধুলকি ও একই এলাকার সজীব হাওলাদারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাত ৮টার দিকে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমার আঘাতে শাওন মাতুব্বরের পা উড়ে যায় এবং সংঘর্ষে আরও ৯ জন আহত হন। গুরুতর অবস্থায় শাওনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বোমা বিস্ফোরণে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Related News