ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, নিহত ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-01-20 16:32:39

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ইসরাফিল (৪০) নামর এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আবু রায়হান (১৯) পলাতক রয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। নিহত ইসরাফিল সম্পর্কে আবু রায়হানের নানা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে ইসরাফিলের সাথে জমি নিয়ে আবু রায়হান ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে ওই জমি চাষ করতে যায় ইসরাফিল। এসময় আবু রায়হান ছুরি নিয়ে অতর্কিতভাবে ইসরাফিলের পেটে পর পর তিনটি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে ইসরাফিলকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িত আবু রায়হানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Related News