চট্টগ্রামে কোটা বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-20 18:40:20

চট্টগ্রামে ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সব ভর্তি পরীক্ষায় কোটা বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচির শুরুতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দেন।

বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল আহমেদ বলেন, বায়োলজি বা কেমিস্ট্রির প্রাথমিক জ্ঞান ছাড়া কেউ মেডিকেলে সুযোগ পেলে সে শিক্ষা কীভাবে আয়ত্ত করবে? বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলসহ সব প্রতিষ্ঠানে কোটাব্যবস্থা নিরসন করে মেধার ভিত্তিতে সমান সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটার ন্যূনতম রূপান্তর এবং পোষ্য কোটাসহ বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কার করাই ছিল আমাদের আন্দোলনের লক্ষ্য। কিন্তু আজও সেই কোটা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামতে হচ্ছে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের চেরাগী পাহাড় মোড় হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’ এবং ‘যে কোটায় ভাই মরে, সে কোটা আনল কারা’ স্লোগান দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষায় কম নম্বর পেয়েও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হয়।

Related News