লামায় অবৈধ ৪ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2025-01-20 20:01:51

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা পরিচালনা করার দায়ে ৪ ভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটায় পানি ছিটিয়ে আগুন বন্ধ করে দেওয়া হয়।

সোমবার (২০ জানুয়ারি) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অবৈধ ইট ভাটার মালিকরা হলেন, এসবিডব্লিউ ব্রীক্সের গিয়াস উদ্দিন, ফাইভবিএম ব্রীক্সের মো. জুনায়েদ, ডিবিএম ব্রীক্সের নাজেমুল ইসলাম ও ডিবিএম ব্রীক্সের আলহাজ্ব এনামুল হক।

স্থানীয়রা জানান, তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যাতে শুরু হতে না পারে, সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরই প্রেক্ষিতে জেলার বিভিন্ন অবৈধ ইট ভাটা গুলো বন্ধ রাখতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তাই বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে।

এসময় এসবিডব্লিউ, ফাইভবিএম, এমবিআই ও ডিবিএম ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক ৪টি মামলায় এমবওআই ব্রিক ফিল্ডকে ২ লাখ, এসবিডব্লিউ, ফাইভবিএম ও ডিবিএম ব্রিকয়ের প্রত্যেকটিকে ৩ লাখ করে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.রেজাউল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ ধ্বংসের সাথে জড়িত কাউকেই ছার দেওয়া হবে না।

এসময় লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুপায়ন দেব, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.রেজাউল করিম, লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related News