বাউফলে ইয়াবাসহ একই পরিবারের তিনজন গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2025-01-20 20:23:51

পটুয়াখালীর বাউফলে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭), তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং তাদের ছেলে নাভিল ইসলাম (২০)।

পুলিশ জানিয়েছে, নেছার চৌকিদার ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরে তল্লাশি করে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবারে ছেলের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, "মাদকসহ গ্রেফতার হওয়া ৩ জনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।"

উল্লেখ্য, সম্প্রতি গ্রেফতার হওয়া নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে একটি মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

Related News