চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের কাছ থেকে ২৫ লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে ওয়াসা কর্তৃপক্ষ তাদের পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন ওয়াসার ডাটা এন্ট্রি অপারেটর আজমীর হোসেন এবং মিঠুন দাশ। তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর বলেন, ওয়াসা কর্তৃপক্ষ দুজনকে পুলিশে সোপর্দ করেছে। যদিও এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি, তবে অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত ২৪ লাখ ৬৬ হাজার টাকার অনিয়ম পেয়েছি। তদন্তের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা বের করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, ২০১৯ সাল থেকে এই চক্রটি নিয়মিতভাবে গ্রাহকদের বিলের টাকা চুরি করে আসছিল। তারা গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও, প্রকৃতপক্ষে সেই টাকা ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি।